সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বাকো’র অর্ধ কোটি টাকা অনুদান প্রদান মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে -মাওলানা আবদুল হালিম হাসিনাকে ফেরত চাইল ঢাকা স্বাধীনতা কনসার্টের ভেন্যু পরিদর্শন বাংলাদেশ-ভারত বৈঠক দুই দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন মির্জা ফখরুল চরমোনাই ও চাঁদপুরা ইউনিয়নের পৃথক কীর্তন অনুষ্ঠানে আবু নাসের মো: রহমাতুল্লাহ থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রাতরাশ বৈঠক বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার এবারের ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে : মির্জা ফখরুল

পোষা বিড়ালের নামে রুমু’র অনলাইন ব্যবসা!

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১ Time View

ঢাকা : পেশায় তিনি একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি একরকম শখের বসেই নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসায় এসেছেন। তিনি জান্নাত রুমু। সবসময়ই তার মনের মধ্যে ছিলো ব্যবসা বিষয়ক উচ্চতর পড়াশোনা করে যদি ব্যবসা না করতে পারি, তাহলে এক ধরনের অতৃপ্তি – অস্বস্তি থেকে যায়। আবার শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বুলি আওড়ানোটা এক ধরনের ফাঁকা আওয়াজ দেওয়ার মতো মনে হয় তার কাছে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে বিউটি সেক্টরে উদ্যোক্তা হিসেবে তিনি কাজ শুরু করেন রেইনবো বিউটি পার্লার এর ব্যানারে। বিউটি পার্লার ব্যবসা তিনি সফলতার সাথেই করেছেন।

জান্নাত রুমু জানান, পোষা প্রাণী বিশেষ করে বিড়ালের প্রতি ভালোবাসা রয়েছে তার। এটা থেকেই পথ বিড়াল খাওয়ানো শুরু করেন নিজের বাসায়। তিনি বলেন, প্রতিদিন ৮ থেকে ১০ টি বিড়াল খায় আমার বাসায়। এগুলোর মধ্যে একটি ছেলে বিড়াল বিশেষভাবে আমার নজর কাড়ে। বিড়ালটি সম্ভবত কোন বাড়িতে পালিত ছিলো। কিন্তু কোন কারনে পরিত্যক্ত হয়। তার আচরণ সম্পূর্ণ ভিন্ন ধরনের, ভীষণ আদুরে এবং মায়াবী চাহনি। তাইতো আমি তার নাম রাখি লালা ।বিড়ালটি লাল ও সাদা রঙের সংমিশ্রণে।

অনলাইন ব্যবসায় আসা প্রসঙ্গে জান্নাত রুমু বলেন, আমার হঠাৎ একদিন মনে হলো অনলাইন প্লাটফর্মে কিছু একটা করা দরকার। সেই ভাবনা থেকে আমার পেজের একটি নাম দরকার ছিলো। অনেক ভেবে যখন কোন নাম ঠিক করতে পারছিলাম না, তখন হুট করেই মাথায় আসলো লালা নামটি দিলে কেমন হয়! ভিন্ন কিছু না ভেবেই পেজের নাম দিলাম আমার সেই প্রিয় বিড়ালের নামে, লালা এক্সক্লুসিভ কালেকশন।

তিনি আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই ব্যবসা লাভজনক হলে, ব্যবসার আরও বিস্তার লাভ করলে মুনাফার সুনির্দিষ্ট একটি অংশ আমি বিড়ালদের জন্য ব্যয় করবো। আমার সব সময় মনে হয়, এই পৃথিবী আমাদের একার নয়, এই পৃথিবী প্রতিটি প্রাণীর অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার। আমার একার পক্ষে সবকিছু করা হয়তো সম্ভব নয়, আমি বিড়ালদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা যতটুকু সম্ভব আমার পক্ষে আমি করে যাবো। ভবিষ্যতে পথশিশুদের নিয়েও কাজ করতে চাই।

নিজের অনলাইন ব্যবসা সম্পর্কে জান্নাত রুমু বলেন, বর্তমানে স্কিন কেয়ার প্রোডাক্ট, মেয়েদের শাড়ি, থ্রি পিস এগুলো নিয়ে ব্যবসা করছি। ঈদের পর এটা বড় পরিসরে শুরু হবে ইনশাল্লাহ। তখন মেয়েদের সবকিছু পাওয়া যাবে অফলাইন এবং অনলাইনে। এর সাথে প্রতিষ্ঠা করা হবে লালা ব্রাইডাল স্টুডিও। আর লালা এক্সক্লুসিভ কালেকশনকে নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে। বর্তমানে আমরা ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে কাজ করছি। ভবিষ্যতে লালা অ্যাপস তৈরি করে আমার অনলাইন ব্যবসার পরিধি আরও বাড়াতে চাই।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.