বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান। ফ্যাশন ইন্ডাস্ট্রির বাইরেও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি এডলফ খান যুক্ত হয়েছেন ‘সাকুরা ব্রাইডাল টাচ’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে । গত ১৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ‘সাকুরা ব্রাইডাল টাচ’ এর প্রধান শাঁখায় আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন পথচলার সূচনা হয় তার।
এ প্রসঙ্গে এডলফ খান বলেন, অবশ্যয় এটা আমার জন্য অনেক আনন্দের, আমার ক্যারিয়ার লাইফে ক্যামেরার পিছনের মানুষ হয়েও আমি বিগত বেশ কয়েকমাস ধরে ভিবিন্ন ব্রান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আজ নতুন একটা ব্র্যান্ড ‘সাকুরা ব্রাইডাল টাচ’ এর সঙ্গে যুক্ত হলাম।
প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার কারণ প্রসঙ্গে এডলফ খান বলেন, আমি জেনে বুঝে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। অন্যান্য জায়গার চেয়ে এদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। তাদের মেকওভার স্টুডিওর সার্ভিস গুলো, কাস্টমারের সাথে তাদের ডিলিং, তাদের অফার গুলো অন্যান্য সবার থেকে একটু আলাদা আমার কাছে মনে হয়েছে। এখানে মেকওভার, স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার সহ সব সেবায় এই পার্লারে পেয়ে যাবেন।
সাকুরা ব্রাইডাল টাচ’ এর কর্ণধার আজরিন মুনতাহা বলেন, এডলফ খান ভাইয়াকে আমার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে পেরে আমি আসলেই খুব আনন্দিত। ভাইয়ার সাথে আমাদের প্রতিষ্ঠান যুক্ত হবে এটা আমার ভাবনার বাইরে ছিলও, কারণ ভাইয়া অনেক ব্যস্ত মানুষ, ভাইয়াকে অনেকেই চায় তবে তিনি সিলেক্টেড কাজ করেন, সচরাচর সে সব জায়গায় যুক্ত হননা। সেই জায়গা থেকে সে আমার কাজ টাকে, আমার প্রতিষ্ঠান ‘সাকুরা ব্রাইডাল টাচ’কে আসলেই টাচ করেছে আলহামদুলিল্লাহ। ভাইয়া শুরু থেকেই আমাকে গাইড করছে যেভাবে, ভাইয়ার এই গাইডলাইন আসলেই আমাকে এবং আমাদের প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।