ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। আন্ডারগ্র্যাজুয়েড প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় এবারই প্রথমবার একসাথে চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
‘বিজ্ঞান ইউনিটে’ ১ হাজার ৮৫১ টি আসনের বিপরীতে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।
পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। এই ইউনিটে মোট অংশগ্রহণকারী ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৯ হাজার ৩৬৩ জন।
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এ ২ হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন। পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ।
এই ইউনিটে মোট অংশগ্রহণকারী ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ২ হাজার জন।
‘ব্যবসায় শিক্ষা ইউনিটে’ ১ হাজার ৫০ টি আসনের বিপরীতে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন। পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এই ইউনিটে মোট অংশগ্রহণকারী ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৩৬৭ জন।
‘চারুকলা ইউনিটে’ ১৩০ টি আসনের বিপরীতে পাস করেছেন ৫৩০ জন। পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। এই ইউনিটে মোট অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর সংখ্যা ছিল ৪ হাজার ৫১০ জন। উক্ত ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ৯ মার্চ।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।