ঢাকা: ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করার ৯ দিনের মাথায় বুধবার (২০ মার্চ) প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা। তবে যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও কি বিষয়ে কথা হয়েছে বা মুক্তিপণ চেয়েছে কিনা সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি মালিকপক্ষ।
জানতে চাইলে জাহাজ মালিক কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দুপুরে বলেন, ‘জলদস্যুরা সরাসরি যোগাযোগ করেনি। তৃতীয় পক্ষের মাধ্যমে তাঁরা (দস্যুরা) আজ দুপুর ১২টার দিকে আমাদের (মালিক পক্ষ) সঙ্গে যোগাযোগ করেছে।
তাদের হাতে জাহাজ ও ২৩ নাবিক জিম্মি থাকার কথা জানিয়েছে।’
জিম্মিদশায় থাকা ২৩ নাবিকের বিষয়ে জানতে চাইলে মিজানুল বলেন, ‘এই সময় তাঁরা বলেছে নাবিকরা সুস্থ ও ভাল আছে। তবে এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি। আলোচনার সূত্রপাত হয়েছে।
আশাকরি দ্রুত নাবিকদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পারব।’
প্রসঙ্গত, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী বেসরকারি জাহাজ এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। ইতোমধ্যে চারদফা স্থান পরিবর্তনের পর জাহাজটি এখন সোমালিয়ার উপকূল থেকে পৌনে তিন কিলোমিটার দূরে অবস্থান করছে।