সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
ড্যাব নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের নিরঙ্কুশ বিজয় ২৩ বছরের সংগ্রামের পর স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে, শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি : মির্জা আব্বাস প্রধান উপদেষ্টার ভাষনকে স্বাগত জানিয়েছে বিএনপি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় জাতির সঙ্গে বিএনপির সন্তোষ প্রকাশ: সালাহউদ্দিন সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে: আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভুল অব‍্যাহত রাখলে অনিবার্য ওয়ান ইলাভেনের দিকে যাবে দেশ: এবি পার্টি ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল ৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা এবি পার্টির পতাকা মিছিল: বিএনপি, জামায়াত ও এনসিপিকে বিভেদ বন্ধ করার আহ্বান

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১ Time View

ঢাকা (১২ জুলাই, ২০২৫ খ্রি.):

রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক৷ একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না৷ এ ঘটনায় দায়ী পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে৷ তিনি আরো বলেন, বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে র‍্যাব অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে। তাছাড়া গতকাল রাতেও একজনকে গ্রেফতার করা হয়েছে৷ সবমিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে৷

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি৷ এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে৷ এটা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মোদ্দাকথা, এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপদেষ্টা বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়৷ কোন ঘটনা ঘটলে সেটা যেনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়৷ আইনশৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে৷

আইনশৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কিভাবে গ্রেফতার করা হলো? তিনি বলেন, গতকাল কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ফেরত নিয়ে আসার ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে৷ তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে৷ চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে৷ তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এই অবস্থা মোটেও নির্লিপ্ততা নয়৷ অনেক সময় দু’এক জায়গায় কোনো কারণে একটু হয়তো দেরি হতে পারে৷ তবে এ সমস্ত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সাথে সাথে অ্যাকশনে যাচ্ছে।

ব্রিফিংকালে আইজিপি বাহারুল আলম বিপিএম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা এর আগে ঢাকা জেলা পুলিশ লাইন আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ফোর্সদের বিভিন্ন সমস্যাদির কথা শোনেন ও তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.