নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনাসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় এই মামলা দায়ের করেন আব্দুর রাজ্জাক।
মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বাংলা টিভির সাংবাদিক নজরুল কবির, নিউজ-২৪ চ্যানেলের রাহুল রাহা, ডিবিসির মঞ্জুরুল ইসলাম, কালেরকণ্ঠের হায়দার আলী, দৈনিক বেলার আজমল হক ফরাজী, বাসস এর স্বপন বসু, ভোরের কাগজের ইখতিয়ার উদ্দিন, যায়যায় দিনের অরুন কুমার দে, বাংলা ইনসাইডারের সৈয়দ বোরহান কবির, ডিইউজের নেতা খায়রুল আলম, ইউএনবির করিম ওয়াহিদ, নিউজ-২৪ এর আশিকুর রহমান শ্রাবণ, ডিইউজের নেতা সোহেল হায়দার চৌধুরী, মুখপাত্রের সম্পাদক শেখ মুহম্মদ জামাল হোসাইন, কালেরকণ্ঠের সামনুনুল আলম তুষার, নিউজ-২৪ এর জয়দেব দাস, সমকালের নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম, ডিবিসির জায়েদুল আহসান পিন্টু প্রমুখ।