ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে ‘আসল রহস্য’ উন্মোচিত হবে। অন্তর্বর্তী সরকার নির্মোহভাবে ও নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবে এবং দ্রুত বিচার শুরু করবে বলে মনে করেন হাফিজ।
আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১ সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলা। আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল প্রতিটি আন্দোলনে-সংগ্রামে জনগণের সাথি হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড।
তিনি বলেন, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নারকীয়ভাবে হত্যা করা হয়।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ওই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরীহ ব্যক্তি শাস্তি পেয়েছে, আবার অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে তাঁরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দেখতে চান। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও শান্তি পাবে।
তিনি বলেন, এই ঘটনায় পুনঃ তদন্ত ও পুনর্বিচারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি সার্বিকভাবে সহযোগিতা করবে।
পুনঃ তদন্তের কোনো সময়সীমা বিএনপি দেবে কি না, এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, আমরা প্রয়োজনীয় সময় দিতে চাই এই তদন্ত কমিটিকে। আমরা আশা করি দ্রুত তারা তদন্তকাজ এবং বিচারের কাজ সম্পন্ন করবে। সময়সীমা বেঁধে দেয়া অত্যন্ত মুশকিল।