বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
গুমের মামলায় হাসিনাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কেন্দ্রীয় পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা কসবায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বিসিবি সভাপতি হলেন বুলবুল, সহসভাপতি নির্বাচিত শাখাওয়াত-ফারুক বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী তারেক রহমান আখাউড়ায় হিন্দু কমিনিউটির সাথে জামায়াতের মতবিনিময় সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দেশে অস্থিরতা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী জুলাই যোদ্ধা মামুনের অপহরণকারীদের অবিলম্বে খুঁজে বের করতে হবে: অধ্যক্ষ আশরাফুল হক

ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩০ Time View

লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়, তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে মহাখালীর ইউনির্ভাসেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে(আয়শা মোমোরিয়াল হসপিটাল) চিকিতসাধীন শিল্পী ফরিদা পারভীনকে দেখার পর উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘ লালন সঙ্গীতে ফরিদা পারভীন অদ্বিতীয় এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে লালন সঙ্গীতের প্রিয় শিল্পী তিনি। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত জগতে যে তার একচ্ছত্র প্রভাব সেটা তিনি অক্ষুন্ন রেখেছেন।”

‘‘তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিকাল কন্ডিশনে। তার কিডনির সমস্যা আছে, মূলত প্রধানত রেনাল প্রোভলেম এবং অন্যান্য সমস্যা আছে। উনার অবস্থা বেশ ক্রিটিকাল। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার সাহেবরা তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।”

মির্জা ফখরুল বলেন, ‘‘ আমার আহ্বান সরকারের কাছে যে, এরকম একজন গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড গঠন করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাব যে, বোর্ড গঠন করে তার সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে তার ব্যবস্থা করতে হবে …এটা জাতি চায়। এই কাজটা আমি অনুরোধ করব, আহ্বান জানাব যে, প্রধান উপদেষ্টাকে যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার সর্বোচ্চ চিকিৎসা করা সম্ভব হয়।”

গত ৫ জুলাই শনিবার সকালে ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয়।

৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।

বিএনপি মহাসচিব শিল্পীর শয্যার পাশে কিছুক্ষন দাঁড়িয়ে চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং করণীয় জানতে চান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘ মহাসচিব স্যার এই বরণ্যে শিল্পীর সর্বোচ্চ চিকিতসার জন্য সরকারের দুই উপদেষ্টা সাথে হাসপাতাল থেকে টেলিফোনে কথা বলেছেন। তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে টেলিফোনে কথা বলেন এবং শিল্পীর চিকিৎসার জন্য তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।”

বিএনপি মহাসচিব শিল্পী পরিবারের সাথে কথা বলেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহযোগিতা তাদেরকে প্রদান করেন।

এই সময়ে বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, সহ সংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.