ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সমর্থনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজারে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে রোববার লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম আশরাফ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি রনি ভূইয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।