কয়রার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডে পৃথক আয়োজিত সনাতন সম্প্রদায়ের মতবিনিময় সভায় খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।
কয়রা-পাইকগাছায় অস্প্রদায়িক অঞ্চল প্রতিষ্ঠা করবো। এই অঞ্চলের জনসাধারণকে জিম্মি করে কেউ আর রাজনৈতিক ফয়দা হাসিল করতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে স্পষ্ট করেছেন, বাংলাদেশে কোন জাতিভেদ থাকবে না। সকল ধর্মের সকল গোত্রের মানুষের সাথে ভ্রাতিত্বের বন্ধন স্থাপন করে মিলেমিশে দেশ গঠন করতে হবে।
জগদীশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫নং ওয়ার্ডে মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মিহির কান্তি মন্ডল, সন্তোষ কুমার রায়, এ্যাড. অরবিন্দু কুমার সানা, এ্যাড. প্রদীপ কুমার রায়, এ্যাড. স্বদেশ কুমার, বিদেশ রঞ্জন মৃধা, ননী গোপাল মজুমদার, সুব্রত কুমার মন্ডল।
অরবিন্দ মন্ডলের সভাপতিত্বে ৯নং ওয়ার্ডে সনাতন সম্প্রদায়ের মতবিনিময় সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, রনজিত কুমার বাইন, অশোক কুমার মন্ডল, ডাঃ পরিতোষ রায়, ডাঃ মনোরঞ্জন মন্ডল।
দিনের শুরুতেই কয়রা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সভায় খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী’র কয়রা উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়।
বিএনপির অঙ্গসংগঠনের নির্বাচনী কমিটিতে উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল কে আহবায়ক ও যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন। কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয় নূরুল ইসলাম খোকা, জামাল ফারুক জাফরিন, আরিফ বিল্লাহ সবুজ, আবুল কালাম, আছের উদ্দিন, আকবর হোসেন, এহসানুর রহমান, রবিউল ইসলাম, মামুন হোসেন, ডিএম হেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ কাজল, মাহমুদ হাসান, আব্দুর রউফ, মো: সিরাজুল ইসলাম, ডাঃ আমিনুর রহমান, আবু সাঈদ মালী।
নির্বাচন পরিচালনা কমিটিতে উপজেলা মহিলাদলের আহবায়ক দিলরুবা মিজান কে আহবায়ক ও সুরাইয়া সুলতানা কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ফাতেমা খাতুন, শামসুন্নাহার, সেলী মহাব্বত, রোজিনা আক্তার, নিগার সুলতানা, ইরানী আক্তার, মাহফজা খাতুন, রুবিনা খাল, শাহনাজ পারভীন, মুরর্শিদা খাতুন, মুক্তা পারভীন, ফাতেমা খাতুন, রাবেয়া, মমতাজ, নুরুন্নাহার।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন খান আশরাফুল আলম নান্নু, এম এ হাসান, আবু সাঈদ বিশ্বাস, জিএম মাওলা বক্স, মনিরুজ্জামান বেল্টু, মাওলানা গোলাম মোস্তফা, ডা: নুরুল ইসলাম খোকন, এস এম গোলাম রসুল, রুবেল মীর, মোসা: দিলরুবা মিজান, মোতাসিম বিল্লাহ, বুলবুল আহমেদ, জামাল ফারুক জাফরিন, ডিএম হেলালউদ্দীন, সুরাইয়া পারভীন, আছের উদ্দিন, ইছানুর রহমান, আরিফ বিল্লাহ সবুজ, আবুল কালাম, ফাতেমা খাতুন, শামসুরন্নাহার, আকবর হোসেন, রবিউল ইসলাম, আমিনুর রহমান, শেখ কাওছার আলম, কামরুল ইসলাম প্রমুখ।
ঝিলিয়াঘাটা বাজার, জুনিয়র মোড়, টিপাখালী বাজার, খালের গোড়া, মাঝের আইট একাধিক পথসভা ও গণসংযোগ করেন।