মনিরুল ইসলাম : ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ ২০২৫ সালের নির্বাচনে বিশিষ্ট অভিনেত্রী শিউলী শিলা ৪৩২ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। ৭ সদস্যের কার্যনির্বাহী সদস্যের মধ্যে তৃতীয় হয়েছেন শিউলী শিলা।
ফলাফল ঘোষণার পর বিজয়ী হয়ে বিজয়ী কান্না ধরে রাখতে পারেননি। অশ্রু ভেজা কন্ঠে শিউলী শিলা বলেন, আমি এতো ভোটে বিজয়ী হবো ভাবিনি। আমি বিজয়ী হবে ভেবেছি। তবে এতো ভোট পেয়ে তৃতীয় হবো আশা করিনি। আমি সন্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। শোকরিয়া প্রকাশ করছি ওপরওয়ালার প্রতি। উনি আমার প্রতি রহম না করলে আমি বিজয়ী হতে পারতাম না। আমি সকল ভোটারদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে, ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম (৩১০)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু (৩৬৭)।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংঘের ত্রিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম (৩৬০), ইকবাল বাবু (৩৩৬) ও শামস সুমন (২৯৯)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সুজাত শিমুল (৩০৩) ও রাজিব সালেহীন (২১৩), সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু (২৭৬), অনুষ্ঠান সম্পাদক হয়েছেন এম এ সালাম সুমন (২৪৭), আইন ও কল্যাণ সম্পাদক হয়েছেন সূচনা সিকদার (৩৮৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মুকুল সিরাজ (৪১৮), তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন আর এ রাহুল (২৫৭)। অর্থ সম্পাদক নুরে আলম নয়ন ও দপ্তর সম্পাদক তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান হাসো (৪৫৮), জুলফিকার চঞ্চল (৪৪০), শিউলী শিলা (৪৩২), সৈয়দ শিপুল (৩৮৯), রেজাউল রাজু (৩৬১), তুহিন চৌধুরী (৩২৮)।
২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গে থাকছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এ ছাড়া আপিল বোর্ডে রয়েছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে এই ভোট-গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে পদসংখ্যা ২১টি, দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত। ভোটার সংখ্যা ৬৯৯ জন।
কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছিলেন ১১ জন। এ ছাড়া আপিল বোর্ডে রয়েছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।