মো: মহসিন হোসেন: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, সরকার ২০১৪ ও ১৮ সালের নির্বাচনকে সর্ব মহলে গ্রহণযোগ্য করতে পারেনি। এবারও যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, অবাধ ও সুষ্ঠু না হয় তাহলে সরকারকে আন্তর্জাতিকভাবে কাফফারা দিতে হবে।
শুক্রবার দিনব্যাপী পুরান ঢাকার আমলীগোলা, লালবাগ রোড, লালবাগ কেল্লা, চকবাজার, নাজিম উদ্দীন রোড, চানখারপুল, পাকিস্তান মাঠ, এবং নাজিরা বাজার এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হাজী মিলন বলেন, একটি মহল কৌশলে ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করেছে, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়। কারণ, জনগণের ভোটে নাকি ফলাফল হয় না। সরকার বা প্রশাসন যাকে নির্বাচিত ঘোষণা করবে সেই জনপ্রতিনিধি হবে। আবার অনেকে এ নির্বাচনকে টিক মার্কের নির্বাচন বলে আখ্যা দেন। এসবের জন্য আমি বর্তমান সরকারকেই দায়ী করবো। এ ধারণা থেকে বের হতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।