ঢাকা : বন্যা কবলিত দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। জাপান প্ল্যাটফর্মের অর্থায়নে ও গুড নেইবারস জাপানের সহযোগিতায় ফেনী সদর উপজেলার ৫টি ইউনিয়নে ওই সকল ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- প্রতি পরিবারের জন্য ছিল ১৫ কেজি চাল, এক কেজি চিড়া, দুই কেজি ময়দা, এক কেজি সুজি, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল, দু’টি সাবান, ২০টি ওরস্যালাইন, দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১০টি অ্যামোডিস ট্যাবলেট এবং ১০টি এইচ ট্যাবলেট।
উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। স্থানীয় প্রশাসন ও জিএনবি’র সমন্বিত এই কার্যক্রমটি ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি বড় সহায়তা। এই ধরনের সহায়তামূলক কার্যক্রম মৌলভীবাজার, কক্সবাজার, নোয়াখালি, ও লক্ষ্মীপুর জেলায় চলছে। প্রতিষ্ঠানটি বঞ্চিত শিশু, তাদের মা এবং পরিবারের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক নিরাপত্তা, সুরক্ষা, কমিউনিটি উন্নয়ন, স্যানিটেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে, গুড নেইবারস বাংলাদেশ দেশের ১৩টি জেলায় ২১ হাজার শিশু, তাদের মা ও পরিবারকে সহায়তা প্রদান করছে।